চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই ইকোনোমিক জোনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে মো. আকরাম (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে|
নিহত আকরাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার অনন্তপুর গ্রামের মো. হাকিম উদ্দিনের সন্তান। তিনি চট্টলা বোরিং কর্পোরেশনের অধীনে মিরসরাই ইকোনোমিক জোনে এক বছর ধরে কাজ করছিলেন।
চট্টলা বোরিং কর্পোরেশনের সুপারভাইজার মো. রবিউল আউয়াল বলেন, ইকোনোমিক জোনে পাইলিংয়ের কাজ করার সময় দুর্ঘটনাবশত আকরামের গায়ে একটি লোহার পাইপের আঘাত লাগে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মিরসরাই সদরে মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এসআর/একুশে