চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ির সামনে কাভার্ড ভ্যানের চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল প্রায় ৮টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম।
তিনি বলেন, দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় সাজেদা বেগম (৪১) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত সাজেদা মধ্যম ওয়াহেদপুর এলাকার মালু বাড়ির আকতার হোসেনের স্ত্রী।
এসআর/একুশে