‘অর্থ উপার্জনের অসুস্থ প্রতিযোগিতা থেকে সন্ত্রাস-মাদকের বিস্তার ঘটছে’

নিজস্ব প্রতিবেদক : সমাজে অসুস্থ প্রতিযোগিতা ও নীতি নৈতিকতার সংকট প্রকট আকার ধারণ করেছে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘যেনতেনভাবে টাকা কামানো,যা আছে তাতে সন্তুষ্ট না হয়ে রাতারাতি অর্থ বিত্তশালী হওয়ার অসুস্থ প্রতিযোগিতার কারণে সমাজে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিস্তার ঘটছে।’

মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় আন্দরকিল্লা ওয়ার্ড আয়োজিত সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, ‘আমার, আপনার সন্তানের নিরাপদ জীবন ও নিরাপত্তার স্বার্থে অভিভাবকদের পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। সন্তানদের সার্বিক বিষয়ে খোঁজখবর রাখতে হবে। ’

এসময় তিনি জঙ্গী, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে মসজিদের খতিব-ইমামদের শুক্রবারে জুমার নামাজের খুতবায় বিশেষভাবে বক্তব্য রাখতে আহ্বান জানান।

আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কর্পোরেশনের কাউন্সিলর ও আইন শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এইচ এম সোহেল, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সচিব আফিয়া আখতার, চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ব্যবসায়ী সমিতির নেতা বাবু সমীর শিকদার, হাজারী লেন জয়কালি মন্দির এর সভাপতি সুধাংশু বিমল বিশ্বাস, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী, রাজনীতিক ও ব্যবসায়ী লায়ন আশীষ ভট্টচার্য, স্থানীয় রাজনীতিক দীদারুল আলম, জয়দ্বীপ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আবদুল গফুর, ইসলাবাদ মার্কেট ফায়ার সার্ভিস মসজিদের খতিব মাওলানা আবদুর রাজ্জাক ও যুব নেতা প্রবীর বণিক প্রমুখ।

একুশে/এএ