চট্টগ্রাম: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ৫নং মোহরা ওয়ার্ড শাখার সভাপতি, প্রয়াত ছাত্রলীগ নেতা তৌহিদুল আবছার তুহিনের ১ম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন সহকর্মীরা।
গতকাল সোমবার বিকেলে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরায় মরহুমের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন ও খতমে কোরআন শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পরে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে শোকাহত পরিবারকে সান্তনা দেন তুহিনের রাজনৈতিক সহযোদ্ধারা।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক আবুল মনছুর মোহাম্মদ মাঈনুদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহাবুদ্দীন খালেক সাইফু, যুবলীগ নেতা ইকবাল হোসেন জিকু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সদস্য আলাউদ্দীন বাবু, ইমরান হোসেন জনি, তৌহিদুল ইসলাম, ওমর, শরিফ, শাওন , আকাশ, জুয়েল, শাকিল, সাগর, মুন্না, আরমান, সহ চান্দগাঁও থানা, ৪ ও ৫ নং ওয়ার্ড নেতৃবৃন্দ।