মিনারেল ওয়াটারের জারে চোলাই মদ পাচার, গ্রেফতার ১

নিজস্ব সংবাদ : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার রেলবিট এলাকায় অভিযান চালিয়ে ২৮০ লিটার চোলাই মদসহ মো. ইসমাইল হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব- ৭।

সোমবার (১৬ এপ্রিল) দিনগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব- ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে ড্রামভর্তি ২৮০ লিটার দেশিয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মিনারেল ওয়াটারের জারে ভরে চোলাই মদ পাচার করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামরা দায়েরের প্রস্তুতি চলছে।

একুশে/এএ