মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে ভোরে নিহতের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার একুশে পত্রিকাকে বলেন, খবর পেয়ে বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত মহিলা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীরা বরাতে তিনি জানান, নিহত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

একুশে/এএ