রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দামপাড়া থেকে ভূয়া প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০১৮ | ১১:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে এইচএসসি পরিক্ষার ভূয়া প্রশ্ন ফাঁস চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে একুশে পত্রিকাকে বলেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।

তিনি বলেন, আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণ করছিলো। এছাড়াও ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে রয়েছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে।

আটক আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

একুশে/এএ