নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের হলিশহর এলাকায় সিগারেটের আগুনে ঘটা অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, রাত ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে প্রিয় রঞ্জন দে নাম এক মালিকের চার কক্ষের বসতঘর পুড়ে গেছে। এত প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
একুশে/এএ