লোহাগাড়ায় নারীর গলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টায় লোহাগাড়া সদরের টেন্ডল পাড়ার জামাল কলোনী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রেহেনা আক্তার (২৩) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ভবানীপুরের কোরবান আলীর মেয়ে। তার স্বামী টিপু মিয়া চন্দনাইশ কাঞ্চন নগরের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। এই দম্পতির এক ছেলে রয়েছে।

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পদুয়া শাখা থেকে ডিপিএসের ৬০ হাজার টাকা তুলেছিলেন রেহেনা আক্তার। এরপর ১১ এপ্রিল বিকেলে এক অজ্ঞাত পুরুষকে নিয়ে জামাল কলোনীর ওই বাসাটি ভাড়া নেন রেহেনা। পরদিন থেকে ওই বাসাটির দরজা তালাবদ্ধ ছিল বলে স্থানীয়রা পরে পুলিশকে তথ্য দেয়। এর আগে সোমবার ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘরটির দরজার তালা ভেঙ্গে গলিত অবস্থায় রেহেনার লাশ উদ্ধার করে।

লোহাগাড়া থানার এসআই আবদুল আউয়াল জানান, এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসআর/একুশে