পুর্নবাসন কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ থানা এলাকার একটি মাদকাসক্ত পুর্নবাসন কেন্দ্রে মো. ইউসুফ (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

ইউসুফ ধনিয়ালাপাড়ার কবির সওদাগরের ভাড়া বাসার বাসিন্দা মমতাজ বেগমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার একুশে পত্রিকাকে বলেন,‘ইউসুফ একজন মাদকাসক্ত যুবক। সম্প্রতি তাকে তার মা বায়েজিদের একটি মাদকাসক্ত পুর্নবাসন কেন্দ্রে ভর্তি করান। সোমবার দুপুরে পুর্নবাসন কেন্দ্রের গোসলখানার পাইপের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে।’

তিনি আরো বলেন,‘এসময় পুর্নবাসন কেন্দ্রের কর্মকর্তারা বিষয়টি বুঝতে পেরে ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

একুশে/এএ