চট্টগ্রাম: পাঁচ বছর আগে দায়ের করা দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুর সোয়া ১টার দিকে বন্দর ভবনের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সন্দীপন চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, চট্টগ্রাম বন্দরের এভিয়ার এবং কার্গো চার্জারসহ বিভিন্ন মালামাল কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে ২০১১ সালে। এ ঘটনার অনুসন্ধান শেষে ২০১৩ সালে বন্দর থানায় দুটি মামলা দায়ের হয়েছিল। দুনীতির সে সব মামলায় সন্দীপন চৌধুরীকে আসামি করা হয়।
তিনি বলেন, দুদক ঢাকা কার্যালয়ের অনুমোদন পেয়ে সন্দীপনকে গ্রেফতার করেছি আমরা। দুর্নীতির দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসআর/একুশে