চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পিকআপ তল্লাশি করে ১২০ লিটার চোলাই মদসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বাজালিয়া প্রসন্নগুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম সায়েম (১৯), মাহাবুব ইসলাম (২২) ও আবুল কাশেম (২৫)।
সাতকানিয়া থানার এসআই ইয়ামিন সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ তল্লাশি করে ১২০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এসআর/একুশে