রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এরা মাওলানা নয়, ইয়াবা-ব্যবসায়ী

প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০১৮ | ১:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম : পোশাক-পরিচ্ছদ আর মুখাবয়ব দেখে এদের মাওলানা বা ইসলামী পণ্ডিত, পরহেজগার মুসলমান মনে হলেও আসলেই তারা দুজনেই ইয়াবা ব্যবসায়ী! আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিতেই তাদের এ পোশাকি লেবাস আর মুখাবয়ব! তবে যতই বেশ ধরুক, মাওলানা সাজুক ইয়াবাসহ ঠিকই ধরা পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে।

সোমবার ভোরে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে আটক হওয়া এ দুজনের নাম রশীদ আহম্মদ (৬০) ও ফরিদ আহমেদ (৫২)। তাদের বাড়ি কক্সবাজারে টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ায়। তাদের পেট ও পায়ুপথ থেকে ৫ হাজার ৮শ’ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ পরিচালক শামীম আহমেদ একুশে পত্রিকাকে বলেন, ‘এরা মূলত ইয়াবা ব্যবসায়ী। তাদের নির্দিষ্ট কোনো পেশা নেই। টেকনাফ থেকে ইয়াবা পাচার করতেই তারা মাওলানার লেবাস ধরেছে আমাদের চোখ ফাকি দিতে।’

অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নতুন ব্রিজ আসছিল দুজন। পরে তারা পায়ে হেঁটে ফিরিঙ্গিবাজার হয়ে মূল শহরে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম তাদের আটক করে চ্যালেঞ্জ করলে তারা ইয়াবা-পাচারের কথা স্বীকার করে। পরে তাদের পেট ও পায়ুপথ থেকে ৫ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শামীম আহমেদ।

এডি/এটি/একুশে