রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অনিশ্চয়তায় ইয়াহুর ইন্টারনেট ব্যবসা

প্রকাশিতঃ ১৯ জুলাই ২০১৬ | ১১:৪৫ অপরাহ্ন

ইয়াহু yahooমূল ইন্টারনেট ব্যবসা বিক্রির বিষয়ে কোনো নতুন তথ্য দিচ্ছে না ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু। প্রতিষ্ঠানটির সার্চ ও বিজ্ঞাপন ব্যবসার বিক্রির বিষয়ে নতুন কোনো তথ্য না থাকায় বিনিয়োগকারীরাও হতাশ।

এ বিষয়ে ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার জানান, কৌশলগত বিকল্প কী হতে পারে, বোর্ড তা নির্ধারণ করবে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ডলার। তবে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ইয়াহুর আয় বেড়েছে ছয় কোটি ডলার। মূলত মূল ব্যবসা, বিশেষ করে মোবাইল ব্যবসার আয় বেড়েছে এই সময়ে।

প্রযুক্তি বিশ্বে এখন এটায় জল্পনা চলছে—কে কিনতে পারে ইয়াহুর নেট ব্যবসা। সম্ভাব্য নাম হিসেবে আসছে ভেরিজোন কমিউনিকেশনস ও মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির। এ ছাড়া আসছে দ্বিতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের নামও। তবে ইয়াহুর মূল্য কত হতে পারে, তা এখনো পরিষ্কার নয়।

ধারণা করা হচ্ছে, সম্ভাব্য দাম ৫০০ থেকে ৮০০ কোটি ডলার হতে পারে।

কয়েক বছর ধরেই প্রযুক্তিজগতে আলোচনা চলছে ইয়াহুর ভবিষ্যৎ নিয়ে। ক্রমাগত লোকসানে থাকলেও প্রধান নির্বাহী মারিসা মেয়ার চেষ্টা করছেন প্রতিষ্ঠানটি মুনাফার ধারায় আনতে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে ইয়াহুর বাজারমূল্য বাড়াতে চাই।’

খরচ কমাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়াহু সারা বিশ্বে প্রায় ১৫ শতাংশ কর্মী ছাটায় করে।

বিবিসি অনলাইন।