রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে হাল্কা থেকে মাঝারি, ঢাকা-রংপুরে শিলাসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রকাশিতঃ ১৬ এপ্রিল ২০১৮ | ৮:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গতকাল (রোববার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালীসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিজলী চমকানোর সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশেও অন্যত্র আবহাওয়া শুস্ক থাকতে পারে।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, চট্টগ্রামে
দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এছাড়া একটি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে সারাদেশে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

একুশে/এএ