তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ

চট্টগ্রাম: চীনের পূর্ব উপকূলে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে তেলবাহী ট্যাংকারের বিস্ফোরণে নিহত দুই বাংলাদেশির একজনের পরিবারকে ক্ষতিপূরণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে মালিক প্রতিষ্ঠান।

বাংলাদেশের দুইজনের মধ্যে হারুণ চট্টগ্রামের ও সাজিব আলী মৃধা রাজবাড়ির বাসিন্দা। এই কিস্তিতে হারুণের স্ত্রী ও সন্তানদের হাতে তিন লাখ ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়। এর আগে এনআইটিসির পক্ষ থেকে হারুণের পরিবারকে এক লাখ ৫৪ হাজার টাকা দেওয়া হয়েছিল।

রোববার বিকালে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে শোকসভা করে নিহত হারুণর রশিদের পরিবারের হাতে ক্ষতিপূরণের দ্বিতীয় কিস্তির চেক তুলে দেন বিস্ফোরিত ট্যাংকারের মালিক প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (এনআইটিসি)।

প্রসঙ্গত গত ৬ জানুয়ারি চীনের পূর্ব উপকূলে এক লাখ ৩৬ হাজার টন তেল ইরান থেকে নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে সিএফ ক্রিস্টাল নামের মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত পানামার পতাকাবাহী এমটি সানচি নামের তেলবাহী ট্যাংকার। দুর্ঘটনায় ৩০ ইরানী ও দুই বাংলাদেশি নাবিকসহ ৩২ জন নিহত হন। আইন অনুযায়ী নিহত বাংলাদেশি দুইজন ক্ষতিপূরণের আরও টাকা পাবেন।

এসআর/একুশে