চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি মো. বাহাদুর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার সকাল ৬টার দিকে বাকলিয়ার কালা মিয়ার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল মান্নান ওরফে মান্না (৩০) পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জেবল হোসেনের ছেলে। নিহত বাহাদুর কোলাগাঁও চিটাগং মেরিন ডকইয়ার্ড প্রতিষ্ঠানের ঠিকাদার হিসেবে কাজ করতেন।
পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতার মান্নার বিরুদ্ধে পটিয়া থানার একাধিক মামলা বিচারাধীন আছে। মান্না এবং তার সহযোগীদের বিরুদ্ধে কোলাগাঁও ও আশপাশের এলাকায় চাঁদা আদায়, জমি দখলের অভিযোগ রয়েছে।
পিবিআই সূত্র জানায়, ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি রাতে ডকইয়ার্ড থেকে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তাঁকে ছুরিকাঘাত করে ও কোপায়। স্থানীয় লোকজন বাহাদুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মোরশেদ বাদী হইয়া আবদুল মান্নান ওরফে মান্না ও তার ভাইসহ ৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করেন। দীর্ঘদিনেও আসামি গ্রেফতার না হওয়ায় গত ডিসেম্বরে মামলাটি পিবিআই অধিগ্রহণ করে।
এসআর/একুশে