রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুলার আগুনে পুড়ল ২৬ বসতঘর

প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০১৮ | ১:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়ায় চুলার আগুনে ২৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আগুনে আনুমানিক ক্ষতি ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

শনিবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.ইদ্রিস বলেন, সিরাজুল ইসলামের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরগুলোর ছাউনি খড়ের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে আমাদের খবর দেয়া হয়েছে ভোর সাড়ে ৪টার দিকে।

খবর পেয়ে সাতকানিয়া স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে তিনি জানিয়েছেন।

ইদ্রিস বলেন, ঘরের অনেক আসবাবপত্র তারা নিজেরাই বের করতে সক্ষম হয়েছেন। তবে কিছু কিছু আসবাবপত্র পুড়ে গেছে। একটি গরুও আগুনে পুড়ে মারা গেছে। আনুমানিক ক্ষতি ১২ লাখ টাকা আমরা ধারণা করছি। তবে তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলতে হবে বলে জানান ওই কর্মকর্তা।

একুশে/এএ