চট্টগ্রাম : ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে পোস্ট করা একটি ছবি নিজের আইডি থেকে শেয়ার করার অভিযোগে নগরীর মোহরা থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত ১টার দিকে মধ্যম মোহরার নিজ বাড়ি থেকে জালাল উদ্দীন (৪০) নামে এ বিএনপিকর্মীকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি আবুল বাশার জানান, জালাল প্রবাসী হলেও সে বিএনপির কর্মী এবং অর্থ জোগানদাতা। একটি আইডিতে প্রধনমন্ত্রী ও সেতু মন্ত্রীর ছবিকে ফটোশপে বিকৃতি করে পোস্ট করে। সেই পোস্টটি শেয়ার করে এই জালাল উদ্দীন। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এর সত্যতাও তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এডি/এটি/একুশে