আবু আজাদ, সিআরবি থেকে : প্রতি বছরের মতো এবারো নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সিআরবি সাত রাস্তার মোড়ে বসেছিলো সাহাব উদ্দিনের বলীখেলা। এবার কক্সবাজারের উখিয়ার কলিমউল্লাহ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।
আরো : নববর্ষের আনন্দ নেই আঁকিয়েদের মনে!
শনিবার (১৪ এপ্রিল) বিকেল তিনটায় শুরু হওয়া এ বলীখেলা দেখতে সিআরবিতে হাজারো দশর্নার্থীর সমাগম হয়। এবার কক্সবাজারের উখিয়া, রামু, চকরিয়া, চট্টগ্রামের বাঁশখালীসহ দেশের নানা প্রান্ত থেকে ৭০ জন বলী অংশ নেন। বলীখেলার পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রথমে ৭০ বলীর মধ্য থেকে ৮ বলীকে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ দেন আয়োজকেরা। পরে সেমিফাইনাল থেকে কলিম উল্লাহ ও শাহজালাল বলী ফাইনালে উন্নীত হন।
বলীখেলা উদযাপন কমিটির সহ-সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী একুশে পত্রিকাকে বলেন, ‘কক্সবাজারের কলিমউল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।’
আরো : বৈশাখী মেলায় শিশুদের পছন্দ ‘মটু-পাগলু’ বেলুন
একুশে/এএ