নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে পাঁচ যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বেলা ১২ টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
তিনি জানান, আরেফিন নগরে পাহাড়ে বেড়াতে গিয়েছিলো ওই চার যুবক। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।
এদিকে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আবুল কালাম একুশে পত্রিকাকে বলেন, ‘বৈশাখে রঙ মারামারি নিয়ে সংঘর্ষের সূত্রপাত। গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশ যাচ্ছে।
আহতরা হলো- রনি, রবি, পারভেজ, মোস্তফা, শহিদুর। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
বিস্তারিত আসছে ..
একুশে/এএ