রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠন ‘দিন ফর এক্সট্রিম’!

প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০১৮ | ১:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে ‘দিন ফর এক্সট্রিম’ নামে নতুন জঙ্গি সংগঠনের খোঁজ পেয়েছে র‌্যাব-৭। শুক্রবার রাতে সংগঠনটির ৭ সদস্যকেগ্রেফতার করা হয়।

নগরীর কোতয়ালি থানার আনন্দবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ জঙ্গি বইসহ সংগঠনটির ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেনর‌্যাব-৭’র সিনিয়র সহকারী পুলিশ সুপার(মিডিয়া) মিমতানুর রহমান

গ্রেফতারকৃতরা হলো- মো.তামিম (২৯), মো. আজফার (২১), মো. ইমরান (২৭), মো. পলাশ (২৮), মো. রিদওয়ান (২৭), এস এম জাওয়াদ (২৬) ও মো. মুনতাসির (২৬)।

একুশে/এএ