রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাঙ্গুনিয়ায় নদীতে ‘যুবতীর’ খণ্ডিত লাশ

প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০১৮ | ৮:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতী নদী থেকে এক ‘যুবতীর’ মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ; গলা থেকে নাভি পর্যন্ত ওই খণ্ডিত অংশের মধ্যে ছিল না দুই হাতও।

শুক্রবার রাত ১০টার দিকে রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি ২০ নাম্বার এলাকায় ইছামতী নদীতে লাশের খণ্ডিত অংশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে শনিবার ভোররাত ৪টার দিকে সেটি উদ্ধার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া রাঙ্গুনিয়া থানার এসআই মো. হাছান একুশে পত্রিকাকে বলেন, অত্যন্ত নৃশংসভাবে খুনটি করা হয়েছে। লাশের খণ্ডিত অংশ হওয়ায় পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে গলা থেকে নাভি পর্যন্ত ওই খণ্ডিত অংশ দেখে, মনে হচ্ছে এই লাশ প্রাপ্তবয়স্ক কোন যুবতীর।

খণ্ডিত অংশটির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে নেয়ার প্রস্তুতি চলছে বলেও সকাল সোয়া ৮টার দিকে জানান এসআই মো. হাছান।

অন্যদিকে রাণীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সামছুল আলম একুশে পত্রিকাকে বলেন, নদীতে লাশের খণ্ডিত অংশটি পাওয়ার পর পরিচয় নিশ্চিতের জন্য আশপাশের এলাকায় তৎপরতা শুরু করেছে পুলিশ।

এসআর/একুশে