রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে যুবলীগ নেতার মেয়ে নিখোঁজ

প্রকাশিতঃ ১৩ এপ্রিল ২০১৮ | ১১:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য আকবর হুসাইনের মেয়ে সিদরাতুল মুনতাহাকে (১৩) পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় শুক্রবার দুপুরে ডবলমুরিং থানায় অভিযোগ করা হলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিখোঁজ সিদরাতুল মুনতাহার মামাতো ভাই আনিসুর রহমান একুশে পত্রিকাকে বলেন, ডবলমুরিং থানার আবদুল হাকিম সড়কের মোল্লা বাড়িতে মুনতাহাদের বাসা। শুক্রবার সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার বাবা ডবলমুরিং থানায় অভিযোগ করেছেন।

অষ্টম শ্রেণিতে পড়ুয়া মুনতাহাকে এলাকার একটি ছেলে বিরক্ত করতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এসআর/একুশে