শিশু দুটির আর বেড়ানো হলো না

চট্টগ্রাম: বাবা-মায়ের সাথে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মো. ঈশান (১১) ও মো. জিসানের (৫)। বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এই দুই ভাই।

শুক্রবার বেলা সাড়ে বারোটায় বারইয়ারহাট করেরহাট সড়কের আজমপুর এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতদের বাবা কাজি নজরুল ইসলাম মতিন, মা আকলিমা বেগম মুক্তা ও চাচি মেহেরুননেসা সুরমা আহত হয়েছেন।

হতাহতরা মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের বাসিন্দা।

একটি সিএনজি অটোরিকশায় করে হিঙ্গুলী ইউনিয়নের আজমপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলো তারা। এ সময় বারইয়ারহাটগামী একটি বালুর ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে আরেকটি গাড়িকে অতিক্রম করার সময় যাত্রীবাহী ওই সিএনজি অটোরিকশাকে রাস্তার পাশ্ববর্তী মাঠে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। এবং চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর অন্য শিশুটিকেও মৃত বলে ঘোষণা করা হয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজুল হক বলেন, দুর্ঘটনার স্থান থেকে নিহতদের গন্তব্যস্থল আর মাত্র কয়েকশত গজ দুরে। বেড়াতে যাওয়ার বাড়ির নিকটে এসেই শিশু দুটি লাশ হলো।

‘দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা দুর্ঘটনার জন্য দায়ি ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।’

এসআর/একুশে