মিরসরাই থেকে গাজাসহ একব্যক্তিকে আটক করেছে র‌্যাব

চট্টগ্রাম : জেলার মিরসরাই বড়তাকিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ২শ গ্রাম গাজাসহ মোঃ তাজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম র‌্যাব-৭।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়তাকিয়া বাজার সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের রাজু স্টোর থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, পিপিএম।

র‌্যাব জানায়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ তাজুল ইসলামকে আটক করে।

র‌্যাবের মতে, আটক তাজুল ইসলাম একজন পেশাদার মাদকব্যবসায়ী। তিনি মিরসরাই উপজেলার পূর্ব হইয়াচরা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। জব্দ গাজার মূল্য ২২ হাজার টাকা।

এটি/একুশে