সীতাকুণ্ড : সীতাকুণ্ডের সোনাইছড়িতে বাস-লরি সংঘর্ষে আব্দুর রশিদ (৪৫) নােম বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন।
আজ শুক্রবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুর রশিদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমিনগঞ্জ গ্রামে।
জানা যায়, ঢাকামুখী জোনাকি পরিবহন বাস ও একইমুখী একটি লরীর সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড, কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ উদ্ধার কাজে যোগ দেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এর অফিসার ওয়াসি আজাদ বলেন, একজনের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।
বার আউলিয়া হাইওয়ে থানার ইন্সপেক্টর সামসুল আলম গাড়ি দুটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছন।
ইএইচ/এটি/একুশে