চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা-ড্রামট্রাক সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
আজ শুক্রবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাটের ধলিয়ার দিঘি এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।
বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম হাইওয়ে পুলিশের এএসপি ফরহাদ। তবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এডি/এটি/একুশে