রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লরির ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রকাশিতঃ ১৩ এপ্রিল ২০১৮ | ১২:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরের সল্টগোলা ক্রসিং এলাকার ফ্লাইওভারে লরির ধাক্কায় আবদুল মান্নান (৩৭) এক সিএনজি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার একুশে পত্রিকাকে জানান, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সল্টগোলা ক্রসিং ফ্লাইওভারের উপর একটি সিএনজিকে পেছন থেকে পণ্যবাহী লরি ধাক্কা দিলে সিএনজি চালক ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল মান্নান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার রুস্তম আলীর সন্তান। চট্টগ্রামে তিনি সিএনজি টেক্সি চালাতেন বলে জানান এএসআই আলাউদ্দিন তালুকদার।

এটি/একুশে