নাকে চোট লেগেছে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর

চট্টগ্রাম : নগরের ডিসি হিলে প্রাতঃভ্রমণের সময় হোঁচট খেয়ে নাকে চোট পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটলে দ্রুত তাঁকে চমেক হাসপাতালের নাক-কান-গলা বিভাগে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার একুশে পত্রিকাকে জানান, মন্ত্রী মহোদয়ের নন্দনকানন বাসার কাছের ডিসি হিলে প্রাতঃভ্রমণের সময় হোচট খেয়ে পড়ে নাকে চোট পান। নাক থেকে রক্তক্ষরণ হলে তাকে চমেক হাসপাতালে আনা হয়।

নাক-কান-গলা বিভাগে চিকিৎসা শেষে সকাল সোয়া ১০টায় মন্ত্রীকে নন্দনকাননের বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এএসআই আলাউদ্দিন।

মন্ত্রীর পারিবারিক সূত্র জানায়, মন্ত্রী এখন সুস্থ আছেন। বাসায় বিশ্রাম করছেন।

এটি/একুশে