রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ৪৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০১৮ | ৯:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে ৪৮ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমা।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আবদুল হক (৪৫) ও মোঃ আফসার কামাল (৩১)।

পরিদর্শক অংসা থোয়াই মারমা বলেন, ৪৮ হাজার ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চট্টগ্রামে ধরা পড়েছে আবদুল ও আফসার। কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরে বিক্রি করে আসার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন গ্রেফতার হওয়া দু’জন।

‘ফরিদুল আলম ও জাফর নামে আরও দুজন তাদের সাথে ছিল। তবে অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায়।’

এ ঘটনায় কোতায়ালী থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা অংসা থোয়াই মারমা।

এসআর/একুশে