রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইলিশ নয়, শুটকি দিয়ে পান্তা খাবেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০১৮ | ২:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : আসছে বাংলা নববর্ষের পহেলা বৈশাখে ইলিশ মাছ নয়, শুঁটকিভর্তা দিয়ে পান্তা খাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পীরগঞ্জের এক নারী বিদ্যুৎগ্রাহক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামীকাল বৈশাখে আমার বাসায় পান্তা করবো, আপনাকে নিমন্ত্রণ।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘পহেলা বৈশাখে পান্তা ভাত খাবো। তবে ইলিশ মাছ দিয়ে নয়, শুটকিভর্তা দিয়ে খাবো।’

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনকালে রংপুরের পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী বৈশাখে পান্তা খাওয়ার দাওয়াত দিলে এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রসঙ্গত, বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা খাওয়ার রেওয়াজ থাকলেও গত দুই বছর ধরে এই দিনটিতে ইলিশ খাওয়াকে নিরুৎসাহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছরও তিনি পহেলা বৈশাখের দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’

প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সমাজের সব শ্রেণিপেশার মানুষ সাড়া দিয়েছিলেন ভালো ভাবেই। দেশের প্রায় সবগুলো জেলা প্রশাসন সেবার ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ উদযাপন করে।

আরো : চট্টগ্রামবাসীকেই প্রথম নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
একুশে/এএ