র‌্যাবের পৃথক অভিযান, নারী মাদকপাচারকারী ও প্রশ্নপত্র ফাঁসকারী গ্রেফতার

চট্টগ্রাম : পৃথক দুটি অভিযানে নগরীর গরীবউল্লাহ শাহ এলাকা থেকে ইয়াবাসহ নারী এবং কক্সবজারের রামু থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

একুশে পত্রিকায় র‌্যাবের পাঠানো ক্ষুদেবার্তায় এই তথ্য জানিয়ে বলা হয়, নগরীর গরীবউল্লাহ শাহ মাজার সংলগ্ন শ্যামলী বাস কাউন্টার থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ হাজেরা বিবি (৩৮) নামে এক নারী মাদারপাচারিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে কক্সবাজার জেলার রামু থানাধীন কচ্ছপিয়া থেকে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র চক্রের সদস্য সাদ্দাম হোসেনকে (২০) গ্রেফতার করার তথ্য জানিয়েছে র‌্যাব।

তবে কখন তাদের গ্রেফতার করা হয় এবং তাদের পরিচয় কী- সেব্যাপারে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানায়নি র‌্যাব।

এটি/একুশে