শাহ আমানত মার্কেট সংস্কারের ঘোষণা মেয়রের

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শাহ আমানত মার্কেটকে ভূমিকম্প ঝুঁকি থেকে নিরাপদ রাখার লক্ষ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মার্কেটটির রেট্রোফিটিং (কলাম সংস্থাপন) কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার বিকেলে মার্কেট প্রাঙ্গণে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মেয়র বলেন, এই মার্কেটে ২৬৬টি দোকান রয়েছে। মার্কেট যখন করা হয়েছিল তখন ৭ম তলার ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হলেও বর্তমানে এখানে ৪র্থ তলা পর্যন্ত বর্ধিত আছে।কিন্তু ফাউন্ডেশনের যে পরিস্থিতি তাতে ৭ম তলা পর্যন্ত বর্ধিত করা একেবারে ঝুঁকিপূর্ণ বলে প্রকৌশলীরা মত দিয়েছেন। সেজন্য বর্ধিত করতে হলে মার্কেটটিতে রেট্রোফিটিং করতে হবে। প্রায় ৮ কোটি ৪০ লাখ ব্যয়ে ৬ষ্ঠ তলা পর্যন্ত মার্কেটটির রেট্রোফিটিং কাজ সম্পন্ন করা হবে।

চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রেসবিজ্ঞপ্তি/এটি/একুশে