ফৌজদারহাটে অবৈধ কাঠ বোঝাই পিকআপ আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ফৌজদার হাট ফরেস্ট চেক স্টেশন এলাকায় অবৈধ কাঠ বোঝাই একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। পিকআপে প্রায় দুইলক্ষ টাকার কাঠ পাচার করা হচ্ছিল বলে জানিযেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বুধবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগ শহর রেঞ্জের কর্মকর্তা রেজাউল আলম জানান, চট্টগ্রাম থেকে অবৈধভাবে কাঠ পাচার করে নিয়ে যাওয়ার সময় বিভাগীয় কর্মকর্তার নির্দেশে একটি পিক আপসহ দুই লক্ষাধিক টাকার অবৈধ কাঠ আটক করা হয়। পরে আটককৃত কাঠ ও পিকআপটি বন বিভাগের হেফাজতে জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

একুশে ডেস্ক/এএ