চকবাজারে আগুনে পুড়েছে বসতঘর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে লাগা আগুনে ২টি বসতঘর পুড়ে গেছে। আগুনে প্রায় দশলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে স্থানীয় ঘাসিয়া পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর শাহিদুর রহমান একুশে পত্রিকাকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে লাগা আগুনে ২ জন মালিকের ২টি বসতঘর পুড়েগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দশলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একুশে/এএ