চোরাই মোবাইল কেনাবেচা বন্ধে ব্যবসায়ী-পুলিশ মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে চোরাই মোবাইল কেনাবেচা বন্ধ করতে নগরীর তামাকুমন্ডি লেইন বণিক সমিতি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আবু বকর সিদ্দিক, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আসিফ মহীউদ্দিন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সামছুল আলম, সহ-সভাপতি ফৌজুল কবির, সাধারণ সম্পাদক আহাম্মেদ কবির দুলাল ও সহ সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরীসহ মোবাইল ব্যবসায়ীবৃন্দ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আবু বকর সিদ্দিক জানান, আগামী ১লা মে থেকে সমস্ত মোবাইল বিক্রেতারা ডাটাবেজ সংরক্ষণ পূর্বক মোবাইল কেনাবেচা আরম্ভ করবেন। এছাড়া তামাকুমন্ডি লেইনের পুরো মোবাইল মার্কেট সল্প সময়ের মধ্যে সিসি ক্যামেরার আওতাভুক্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে।

সভা শেষে তামাকুমন্ডি লেইন এর মোবাইল ব্যবসায়ীরা কোন প্রকার চোরাই মোবাইল কেনাবেচা করবে না বলে অঙ্গিকার করে বলেও জানান তিনি

একুশে/এএ