চট্টগ্রামে ৪৯ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামে ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবা এবং একটি মাইক্রোবাসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার দিবাগত রাতে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতার মো. কালাম মিয়া (৩৮) সিলেটের পূর্ব চৌকিদেখি এলাকার মৃত মিছির মিয়ার ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেঁয়াকো বাজারে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্ল¬াশি করতে থাকে র‌্যাব সদসরা। এ সময় একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে গাড়িটি পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে কালামকে আটক করেন।

তিনি বলেন, পরে কালামের তথ্যমতে মাইক্রোবাসটি তল্ল¬াশী করে সেখানে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৯ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ৪৭ লাখ টাকা। এ ঘটনায় ভুজপুর থানায় মামলা হয়েছে।