রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

জঙ্গিবাদবিরোধী সম্মেলন করবে এফবিসিসিআই

| প্রকাশিতঃ ১৮ জুলাই ২০১৬ | ১০:১২ অপরাহ্ন

এফবিসিসিআই fbcciঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) খুব শিগগিরই রাজধানীতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে।

এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমদের নেতৃত্বে এফবিসিসিআই এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল আজ সোমবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানায়।

মাতলুব রাষ্ট্রপতিকে বলেন, সারাদেশের সব চেম্বার ও ব্যবসায়ীরা এই সম্মেলনে যোগ দেবেন। তিনি বলেন, ব্যবসায়ীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চায়।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা জানান।

বৈঠকে আব্দুল মাতলুব আহমদ এফবিসিসিআই’র কার্যক্রম এবং দেশে বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়নের জন্য ফেডারেশন গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি সেক্টরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলায় কালিয়াচাপড়া মিল এলাকায় শিল্প নির্মাণে এফবিসিসিআই সভাপতির প্রতি আহ্বান জানান।

আব্দুল মাতলুব আহমদ নিটল-নিলয়’র দেয়া একটি অ্যাম্বুলেন্স রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজকে উপহার দেন এবং অ্যাম্বুলেন্সের চাবিটি রাষ্ট্রপতির উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ এন এম নওশাদ খানের কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাম্বুলেন্স উপহার দেয়ায় তাকে ধন্যবাদ জানান এবং বলেন, এতে হাওর এলাকার জনগণ সুফল পাবে। তিনি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিকদের ব্যবসা প্রবণতার পরিবর্তে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।