হাটহাজারী : আফগানিস্তানের কুন্দুস প্রদেশে মাদরাসার হাফেজ ছাত্রদের সনদ প্রদান অনুষ্ঠানে মার্কিন বিমান হামলায় শতাধিক শিশু-কিশোর হাফেজে কুরআন নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
সোমবার (৯ এপ্রিল) বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেরার ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়।
হেফাজত হাটহাজারী উপজেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয়য় নেতা ও হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির, হাটহাজারী মাদরাসার সনিয়ির শিক্ষক মওলানা মমতাজুল করিম (বাবা হুজুর)। ওলামা পরিষদ সেক্রেটারি মাওলানা জাফর আহমদ, মাওলানা আবদুল ওয়াদুদ নোমানী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম কাসেমী।
সমাবেশে বক্তাগণ বলেন, বিশ্বসন্ত্রাসী আমেরিকা ও অফগানিস্তানের হাফেজ হত্যাকারী তাদের দোসররা মানবতার শত্রু। আন্তর্জাতিক সন্ত্রাসী জালিমরা আফগানিস্তানের নিষ্পাপ শিশু হাফেজদের অনুষ্ঠানে বর্বরতম হত্যাকান্ড চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আইনে শিশু হত্যা চরম অপরাধের শামিল। শিশু হত্যাকান্ডে এতবড় ট্রাজেডি আমরা কখনো দেখিনি।
তারা বলেন, আফগান মাসুম হাফেজে কুরআন হত্যাকারীদের বদলা নিতে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা বলেন, কি অপরাধ ছিল এই নিষ্পাপ শিশু হাফেজদের? এত ব্যাপক শিশু হত্যা করার পরও বিশ্ব নেতৃবর্গ নিরব কেন? তাদের মানবতাবোধ কোথায় হারিয়ে গেল।
মাওলানা নাসির উদ্দীন মুনির বলেন, মানবাধিকারের কথা বলে ইহুদী খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। এরা মানবতার চরম দুশমন। বিশ্ব সন্ত্রাসীবাদী গোষ্ঠীর বিরুদ্ধে মুসলিম মিল¬াতকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
একুশে/এএমএন/এএ