চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ কায়সার এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. মামুনুর রশিদ ফটিকছড়ি উপজেলার মধ্যম কাঞ্চননগর এলাকার নুরুল আলমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
বাদিনীকে সরকারি খরচে আইনী সহায়তা দেয় লিগ্যাল এইড চট্টগ্রাম। লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মুরশীদা বেগম জানান, ২০১৫ সালের ১২ এপ্রিল বাদির সঙ্গে মামুনুর রশিদের বিয়ে হয়। এরপর থেকে বাদিনীর কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন মামনুর রশিদ। একপর্যায়ে ২০১৫ সালের ৬ অক্টোবর বাদিনীকে প্রচন্ড মারধর করেন তার স্বামী।
এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করলে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্তকে দুই বছরের সাজা দিয়েছেন।