গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে যুবক দগ্ধ

চট্টগ্রাম : সীতাকুণ্ডে গাড়ির চাকায় হাওয়া ভরার সময় বিস্ফোরণে দগ্ধ মো. মানিক (২০) নামে এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে কলেজের পাশে এমএন টান্সর্পোটের একটি পরিবহরণে হাওয়া ভরার সময় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাওয়া ভরার মেশিন বিস্ফোরণে গুরুতর দগ্ধ মানিককে ফৌজদারহাট থেকে দুপুরে হাসপাতালে আনা হয়। এতে তার শরীরের ৪০ শতাংশ অগ্নিদগ্ধ হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব ছিঁড়াদিয়ার মো. নাসিরের ছেলে মানিক।