চট্টগ্রাম : রাউজানে ছুরিকাঘাতে মো. তোহেল (১৫) নামে কিশোরকে খুন করা হয়েছে।
সোমবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার শমসের নগরের আদর্শ গ্রামের একটি পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সে একই এলাকার মো. হারুনের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ একুশে পত্রিকাকে বলেন, ‘নিহত কিশোর তোহেল বিভিন্ন কমিউনিটি সেন্টারে বেয়ারার কাজ করতো। গতকাল রাতে কাজ শেষে করেও বাসায় না ফেরায় তার পরিবার খোঁজ করতে থাকেন। পরে সোমবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করলে তার মাথায় ৫টি ছুরির কোপ দেখতে পাই। ’
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটিত হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলে জানান ওসি।