সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০১৮ | ৪:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামসহ আশপাশের তিনটি জেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৭ এপ্রিল) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জহিরুল হক ওরফে রাসেল (২৭), সোহাগ (২৩), আবু তালেব (৩৮) ও মো. জসীম (২৪)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অলক বিশ্বাস একুশে পত্রিকাকে বলেন, ‘শু্ক্রবার পাহাড়তলী এলাকা থেকে মো. জাবেদ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

একুশে/এএ