সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাটহাজারীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০১৮ | ৩:১৯ অপরাহ্ন

হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকা থেকে আবদুল ওয়াহিদ (৪২) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানার এসআই জিয়া উদ্দীন, এসআই নিমাই চন্দ্রপাল ও এএসআই ইবরাহিম সংগীয় ফোর্স নিয়ে উপজেলার ফতেপুর বকতেয়ার ফকির বাড়ি এলাকা থেকে আবদুল ওয়াহিদ (৪২), পিতা-আবদুস ছবুরকে গ্রেফতার করে। রোববার দুপুরে দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

২০১৪ সালের একটি মারামারি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের কারাদণ্ড হয় আবদুল ওয়াহিদের।