চট্টগ্রাম : একটি নির্মাণাধীন ৫ তলা ভবনের ২য় তলা থেকে পড়ে এক নির্মাণ-শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্ণফুলি ব্রিজ সংলগ্ন কল্পলোক আবাসিক এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আল আমিন (৪০)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক গ্রামের নুর সালামের সন্তান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার একুশে পত্রিকাকে জানান, রোববার সকালে বাকলিয়া থানাধীন ৫ নং ব্রিজ সংলগ্ন কল্পলোক আবাসিক এলাকায় ৫ তলা নির্মাণাধীন ভবনের দুইতলা থেকে পড়ে গুরুতর আহত হন আল আমিন। তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে চমেক হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।