শাহজাহান চৌধুরীর পিএ গ্রেফতার

নিজস্ব নিবেদক : সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আরমানকে (৩৬) নানার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে সাতকানিয়া উপজেলার ছদহা এলাকা থেকে তাকে গ্রেপ্তারে কথা জানায় পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলাসহ অন্তত ১০টি মামলা আছে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানিয়েছেন, লোহাগাড়া উপজেলার বাসিন্দা আরমান সকালে ছদহা ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে যান। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

একুশে/ এএ/এডি