রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

র‌্যাবের মোবাইল কোর্ট : দুই মানবপাচারকারীর ৩ মাস কারাদণ্ড

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০১৮ | ৯:৩৬ অপরাহ্ন

কক্সবাজার : কক্সবাজারে দুই মানবপাচারকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ মিয়ানমারের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালীন সময়ে এই কারাদণ্ড দেয়া হয়। এসময় টেকনাফের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা সহযোগিতা করেন।

এর আগে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকার নাফ নদীতে মানব পাচারকারী দলের সদস্যরা নৌকা যোগে ১১ জন মায়ানমারের নাগরিককে বাংলাদেশে নিয়ে আসছে। এ সংবাদ পেয়ে র‌্যাবের মোবাইল টিম আগে থেকে সেখানে গিয়ে অবস্থান নেয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জামাল হোসেন (৩৫), পিতা- সৈয়দ মাস্টার, গ্রাম- নাইটংপাড়া এবং মোঃ সৈয়দ (৩২), পিতা মোঃ শফিক, সাং-বড়ইতলী, উভয়থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
আটককৃত ১১ জন মায়ানমারের নাগরিকদের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে এবং আসামীদের কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।