রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মহড়া শেষে ঝড়ছে বৃষ্টি …

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০১৮ | ৫:৪৯ অপরাহ্ন

আবু আজাদ: গত কয়েক দিনে ধরে ঝড় কেবল মহড়া দিয়ে যাচ্ছিল। কখনো গুড়ি গুড়ি, কখনো শুধুই বাতাস। যদিও বাতাসের বেগ সাধারণের চেয়ে বেশি, হঠাৎ হঠাৎ বাতাস এসে উড়িয়ে নিচ্ছে মেঘ। সব কিছু ছাপিয়ে চট্টগ্রামে আজ ছুটির দুপুরে নামে ঝুম বৃষ্টি।

ঝড় হওয়ার সম্ভাবনা আজ ভোর থেকেই ছিল। বলা ছিল ভোরেই নাকি বৃষ্টি হবে, হয়নি। ঝড়টা কখনও না কখনও হবারই ছিলো, কখন হয় এটাই বিষয়। তবে বৃষ্টি প্রেমীদের আশা বৃথা যায়নি। নেমেছে বৃষ্টি।

হিসাব-কিতাব বলছে আজকে আরো ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতে হতে পারে, দুপুরে নামাজের সময়ও নেমেছিলো একপশলা। ঝড়ের কোনো বিশ্বাস আছে?

তাহলে শুক্রবার বারের ছুটির বিকেলে ছাতা নিয়ে বের হয়ে যাওয়া তৈরি হয়ে নিন। চুল বাতাসে উড়াতে চাইলে উড়িয়ে দেওয়া যাক, যদি এলোমেলো হয়ে যাওয়ার ভয় থাকে বেঁধে নিন।

আজ ঝড় ঝড় ভাবনার হাওয়াময় দিন।

একুশে/