সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ছাত্রের হামলায় রক্তাক্ত পুলিশের এসআই

প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০১৮ | ১০:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনার জেরে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে গুরুতর আহত করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এসময় জনতা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কোতয়ালী থানার আসকার দিঘীরপাড়ে এই ঘটনা ঘটে।

আটক হওয়া রুবেল নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাসা নগরীর লালদিঘীর পাড় এলাকায়। আহত এসআই কামরুজ্জামান নগরীর পাহাড়তলী থানায় কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে থাকা কামরুজ্জামান মোটর সাইকেলে করে নগরীর চকবাজারের বাসা থেকে জামালখান হয়ে কাজীর দেউড়ির দিকে যাচ্ছিলেন। আসকার দিঘীর পাড়ে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অদূরে রুবেল ও এক তরুণী রাস্তা পার হচ্ছিল। এসময় তরুণীর গায়ে কামরুজ্জামানের মোটর সাইকেলের সামান্য আঘাত লাগে।

কামরুজ্জামান মোটর সাইকেল থামিয়ে দুজনকে দেখেশুনে রাস্তা পার হওয়ার কথা বলেন। এতে উত্তেজিত হয়ে রুবেল গিয়ে কামরুজ্জামানকে থাপ্পড় দেয়। কামরুজ্জামান নিজেকে পুলিশের এস আই পরিচয় দেওয়ার পরও রুবেল থামেনি। এক পর্যায়ে কামরুজ্জামানকে কলার ধরে মোটর সাইকেল থেকে নামিয়ে ফেলে। ক্রমাগত মাথায় ঘুষি দিয়ে কামরুজ্জামানকে রাস্তায় ফেলে দেয়। এতে কামরুজ্জামানের মাথা ফেটে যায়। পরে স্থানীয় জনতা রুবেলকে ধরে ফেলে। এসময় গণপিটুনির শিকার হন রুবেল।

কামরুজ্জামানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার এস আই রাজীব।

একুশে/এএ